নষ্ট মন - কবিতা


ক্ষুদ্র আমি, বৃহৎ বিসর্জন
অভিশপ্ত সময় কিসের আয়োজন?

ভ্রান্ত তুমি, ঈষৎ বর্জন
নিত্য নেশায় আগামীর প্রয়োজন।

চিবুকে চিবাও তুমি স্মৃতির আলিঙ্গন,
উপহারে উপহাসিত তুমি বেরথ রণাঙ্গন।

হঠাৎ তোমার ছায়া দেখে, আতকে উঠি ভয়ের দেয়ালে।

অদৃশ্য অনুভূতি, দৃশ্য ভীত আমি, এখনও যে জেগে থাকি।
নিকৃষ্ট বোমাবাজি, নষ্ট মন আমি, এখনও যে বেঁচে আছি।

আনন্দিত তুমি নগ্ন চিত্রের রঙ্গশালায়,
আশ্রিত তুমি নষ্ট মনের পতিতালয়।
ধর্ষিত তুমি পৃষ্ট বিবেকের আয়নায়,
নগণ্য তুমি চূর্ণ পাথরের গয়নায়।

মেহেদী হাসান ২৮/০৫/২০১৩

পরিশিষ্টঃ মানুষের মন দুই প্রকৃতির ভালো এবং মন্দ। এই দুই প্রকৃতিই প্রতিটি মানুষের মনে বসবাস করে থাকে। অবস্থা এবং সময় ভেদে তার ভিন্ন ভিন্ন রুপ প্রকাশ পায়। তবে মন্দটা কতোটা নোংরা তা বোধগম্য নয়।