চেনা শব্দে সুর বসিয়ে
হারিয়ে যাও কতো দূরে,
ভেবো না আমি গিয়েছি ভুলে
ফিরবে তুমি রাত পোহালে।
আবার যখন সকাল হবে
সূর্য হয়ে উঠবো জেগে,
সঙ্গে করে অনেক আদর নিয়ে
দেখবে তুমি আমিই ছিলাম
সাথে।
বদ্ধ করে জানালার ধারে
অপেক্ষায় থাকো চুপটি করে,
ভেজা কুয়াশার আলতো ছোঁয়ায়
মলিন হবে অনেক ভালবাসায়।
৮ নভেম্বর, ২০১৫