বিস্ময়



এখানে আছে কিছু বিস্ময়,
আছে রুক্ষ কিছু কল্প-কবিতা।
দূরে, বহু দূরে আকাশ পাখি উড়ে বেড়ায়।

এখানে আছে কিছু অভিমান,
আছে শুন্যতার কিছু গল্প-কাহিনী।
চেনা মানুষ, চেনা শহর হারায় শুধু অজানায়।

(কোরাস)
এখনও দাঁড়িয়ে শুন্য হাতে
বিবর্ণ সময় মুচকি হাসে। হা হা হা... (একটা মুচকি হাসি হবে)

হাওয়ার সুর বাজিয়ে যায় বেসুরা গান,
বেদনার মিছিলে থাকে না শ্লোগান।
নিভৃতে কেটে যায় অলস সময়,
নির্জনে বসে ভাবি শুধু আমায়।