যখন ক্ষমা করা খুব কঠিন




যখন ক্ষমা করা খুব কঠিন
 By Paulo Coelho

আমি ক্ষমা করি, কান্নাকে
আমি ক্ষমা করি, বেদনা আর হতাশাকে
আমি ক্ষমা করি, বিশ্বাসঘাতক আর মিথ্যাবাদীকে
আমি ক্ষমা করি, মিথ্যা-চক্রান্তকে
আমি ক্ষমা করি, ঘৃণা আর লাঞ্ছনাকে
আমি ক্ষমা করি, আঘাতকে যা আমায় প্রতিনিয়তই আঘাত করে।

আমি ক্ষমা করি, ধ্বংসাত্মক স্বপ্নকে
আমি ক্ষমা করি, মৃত আশাকে
আমি ক্ষমা করি, শত্রুতা এবং ঈর্ষাকে
আমি ক্ষমা করি, ঔদাসীন্য এবং মন্দ ইচ্ছাকে
আমি ক্ষমা করি, ন্যায়বিচার নামে অবিচারকে
আমি ক্ষমা করি, ক্রোধ এবং নৃশংসতাকে
আমি ক্ষমা করি, অবহেলা এবং অবজ্ঞাকে
আমি ক্ষমা করি, পৃথিবীকে এবং এর সকল কুদৃষ্টিকে
আমি আরও ক্ষমা করি, আমাকে।

পূর্বের দুর্ভাগ্য রবে না বেশিদিন মর্মস্থলে,
ব্যথার পরিবর্তে, আমি বুঝবো এবং দয়া করবো,
বিদ্রোহের পরিবর্তে, আমি সুর-সঙ্গীতে মেতে উঠবো,
ধরে রাখার পরিবর্তে, আমি ভুলে যাব,
প্রতিহিংশার পরিবর্তে, আমি জয়ী হব,
আমি ভালোবাসতে সক্ষম হব,
বিনিময়ে কি পেলাম তা নিয়ে দুশ্চিন্তা না করে,
আমি আরও ভালবাসবো।


এমনকি যখন আমার নিকট কিছুই রবে না,
আমি সানন্দে পরিশ্রম করতে থাকবো,
এমনকি কঠিন সমস্যার মধ্যেও,
আমি হাত গুঁটিয়ে থাকবো না,

এমনকি যখন খুব একাকী এবং পরিত্যক্ত অবস্থা,
আমার চোখের জল শুঁকিয়ে যায়,
যখন বিলাপ করি আমার বিশ্বাসকে নিয়ে,
এমনকি যখন কেউ আমায় বিশ্বাস করে না,
তখনও আমি ক্ষমা করি পৃথিবীকে এবং আমাকে,
এইরকমই হয়, এইরকমই হবে।