আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে
দেখো তোমার প্রতিচ্ছবি,
একবার স্মরণ কর আমায়
বুঝবে তুমি মিথ্যে সবি।
হাত দুটি বাড়িরে পাবে কি আমায়?
চোখ দুটি বুজলে দেখবে কি আমায়?
তোমার আত্মায় মিথ্যের প্রলেপ
ধ্বংস করবে তোমায়, তোমার পাপ।
আকাশের বুক ফেটে ঝড়ে পড়ে রোদ
পাতালের গর্ভে জন্ম নেয় মরু প্রান্তর।
হারিয়ে গেলে তুমি ধুলোর সাথে মিশে,
রঙ্গিন রাজ্যের অজানা-অচেনা প্রদেশে।
শুনতে কি পাও তুমি মেঘের কান্না?
যখন আপন করেছিলে আমায়, তুমি আমার অনন্যা।
স্পর্শ করে কি তোমায় এক টুকরো ভালোবাসা?
যখন সময়ের অভাব তোমায় ভাবায়, নেই কোথাও একটু আশা।