পিঁপড়ের প্রেম - কবিতা




পিঁপড়ের আস্তানায় এলো ছোট্ট এক মাছি
কে জানে কার মাঝে কেউ আমি আছি,
সঙ্গীরা কে কোথায় আয় তোরা ছুটে আয়
মাছি এসে নিয়ে গেল বার্তা দূরে কোথায়।


পালাতে হবে জানি একটি উপায়
ধরা খেলে পড়বে বাঁশ মাথায়,
উত্তরের দিকে প্রবল হাওয়া
জানালার ফাঁকে আসা যাওয়া।


শুরু হল দুজনের প্রেম ঠেকানোর যুদ্ধ
মাছিটি প্রেমে পড়ে পিঁপড়ের জন্য,
বদল হল তাদের হৃদয় শব্দে শব্দে
আয়োজন তা হবে কোন এক অব্দে।


হারাতে চায়নি কেউ, তবু হারতে হয়
ভাসাতে চাইনি কেউ, তবু ভাসতে হয়,
সুরগুলো সত্যি সত্যি কোথায় পালায়

আজ দুজনেই দুই দিক কোথায় হারায়।