আমি মানুষ বলেই স্বার্থপর



আমি মানুষ বলেই স্বার্থপর
আমার ধর্ম আমি যাযাবর।
স্বার্থের দামে কেনা আমার মাথা
বলছিস কী যে তুই এসব যা তা!

আমি বুঝি আমার নেশা,
তোদের মাঝে নেই একটুকু আশা।

আমি হেরেও না হারি
আমায় করেছিস শক্ত,
আদর করে ডাকতে পারিস
আমায় অন্ধ ভক্ত।

আমি মানুষ বলেই স্বার্থপর
অমানুষ হলেই বলিস কী চমৎকার।

ধিক্কার দিলেও আমি নই একা
এ স্বার্থের দলেও আছিস তোরা
আমি মানুষ বলেই স্বার্থপর।

বৈশাখ থেকে চৈত্র
আমি ভেবে যাই-
কার মাথা যায় বেচা।
দেখে শুনে দিনের
হিসাব কষছে-
হুতোম পেঁচা।

আমি মানুষ বলেই স্বার্থপর
আমার ঠিকানা তোদের বাড়ি ঘর।

ভণ্ডামি করি আমি স্বার্থের খোঁজে
অভিনয়ে দক্ষ আমি স্বার্থের সাজে,
কেবলি হাত বাড়িয়েছে বোকা লোক
ঘাড়ে চেপে বসি আমি সেই চালক।

২৫ শে মে, ২০১৫