স্মরণার্থ - কবিতা

ছবি লোকেশনঃ ঢাকা ইউনিভার্সিটি

স্মরণার্থ - কবিতা


কৃষ্ণচূড়া রাঙানো পথ - হাতে আঙুল নিয়ে দাঁড়িয়ে - ছাতার হাতল - দুটো মাথা গুঁজে বসে অনেকক্ষণ।

তপ্ত রোদে তৃপ্তি কোথায়?
সৈনিক ক্লাব কিংবা বনানীর মোড়।
বইয়ে পাতায় জীবন দেখেছে দু'জন,
নীলক্ষেত থেকে টিএসসির মোড়।

পিচঢালা আঁকাবাকা পথ
মিলেছে অনিশ্চয়তায়।
মানব বাহনগুলো রাজধানীর
বুকে চোষে বেড়ায়।

পার্কের বেঞ্চ - কোলে মাথা - মেঘদল বহমান;
হয়তো আজো - জাদুঘরের সজ্জিত বিমান।
পেটে ক্ষুধা জমে - বাড়ে এনজাইমের যন্ত্রণা - এ বড় ব্যবধান,
মনে ভিরে অভিমান - তবুও হেসে যায় - গল্পেরা আবহমান।

গুমোট - ঘুটঘুটে আঁধার - ভুত কিংবা ভবিষ্যৎ,
জোনাকি নয়; ছিল তিরোভাব।
সব বলে দিবে - এই ভেবে গুটিয়ে নিজেকে ঈষৎ,
মেনে নিতে পারে নি নাটকীয় স্বভাব৷

লেকের পাশে দাঁড়িয়ে তোলা ছবি,
বেঁধেছে কত কবিতায় - তাই হয়তো কবি।
বসে দু'জনার হাত এক - দূরে শালিক জোড়া।
সাহিত্য কিংবা ব্যবসা - দর্শন কিংবা ইতিহাস - আলোচনা ছিল কড়া।

রুপায়িত করুণ রুপকথার আলপনা,
লাল রঙে আঁকা আবোল-তাবোল কল্পনা।
তিন চাকার যানে বসে - পিছে ফিরে দেখা,
দূরত্ব বেড়ে যায় - দুটো পথের রেখা।


৫ মে, ২০২০