কেউ কি নেই?



বৃষ্টির ঝুম ঝুম শব্দ অবিরত
হঠাৎ মাঝে মাঝে মেঘের গর্জন
আচমকায় দিশেহারা।

ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজবো
তাই কি আর হয়?
গুরুত্বহীন কথার মতোই ইচ্ছেটা চাপা পরে রইল,
তবু কেন যেন মনে হয়,
যদি কেউ হাত ধরে বলত, এসো বৃষ্টিতে ভিজি।।

হয়তো প্রতি বৃষ্টির ফোঁটার মতোই
অপেক্ষার প্রহর গুনবো,
কিন্তু, কেউ কি এসে বলবে, এসো বৃষ্টিতে ভিজি।

মাঝে মধ্যে মনে পরে সেই বৃষ্টি ভেজা দিনগুলো,
অনেক ভিজেছি, অনেক কেঁদেছি,
কিন্তু অনিচ্ছা সত্ত্বেও ভিজিনি কখনো।
কারও অনুরধে ভিজার অনুভূতিটুকু পাইনি,
কেউ কি এসে বলবে, এসো বৃষ্টিতে ভিজি।।

বৃষ্টিতে ভিজতে সুখের অনুভূতি খুঁজে পাওয়া যায়,
আকাশ থেকে ঝরা জল যেন আমাকেই প্রথম স্পর্শ করে,
তবু কেন পারি না ইচ্ছেটাকে পূরণ করতে।

আজও আমি ইচ্ছে পূরণের আশায়
বৃষ্টিতে জানালার পাশে বসে ভাবি
কেউ কি এসে বলবে, এসো বৃষ্টিতে ভিজি।।

আবার এমনও মনে হয়,
আমার ইচ্ছে পূরণ করার মতো
কেউ কি নেই??

মাঝে মধ্যে ভাবি থাকলেই বা কি?
সে কি কখনো আসবে?
হাতটি ধরে বলবে, এসো বৃষ্টিতে ভিজি।
আসুক বা নাই আসুক আমি আমার ইচ্ছের মাঝেই থাকব।




আবৃতি শুনতে ডাউনলোড করুন