হারিয়ে যাওয়া স্বপ্নীল কবি - কবিতা


হারিয়ে যাওয়া স্বপ্নীল কবি

তোমার স্বপ্নীল কবি থমকে গেছে এই যান্ত্রিক শহরে,
সাজো তুমি নতুন কোন সুখের পৃথিবী কিংবা খেলাঘরে।

স্বপ্ন হয় কি আমাদের?
স্বপ্ন বিচ্ছিন্ন করে তোমায়-আমায়, বহুদুরে।

অপেক্ষা নেই, আক্ষেপ নেই কোথাও!
রাতের আকাশ ভিজিয়ে দেয় তোমার জানালার কাঁচ। মনের আনন্দে বিমোহিত তুমি?

নাকি নেই বলেই - হারিয়ে যাও দক্ষিণের বাতাসে কিংবা তপ্ত দুপুরে বাস্প হয়ে৷