প্রিয় মেঘদল - কবিতা




মেঘ ঢেকে বৃষ্টি নামে চেনা-অচেনা শহরে,
জল শুকায় না- মিশে যায় ধুলোর নগরে।
বিষণ্ণ কোন দুপুর অথবা থমকে যাওয়া রোদ-
প্রেমিক বুঝে যায়- প্রতারক প্রেমিকার অভিমান,
রুপকথা যেন ইতিহাস হয়ে রয় অনন্তকাল।
..
সিলিং এ ঝুলে থাকে হাতের রেখা,
মহাশূন্যের মত একা একা।
হঠাৎ দেখা- কোন চলতি পথে
কিংবা বাসের ভিড়ে,
অথবা বিভ্রান্ত পথিকের বেশে।
 
..
আনমনে তাকিয়ে একা,
বিষণ্ণ চুল উড়ছে- হাওয়ায়।
খুঁজো না উদার আকাশ-
শুন্যতায় ডুবে গেছে,
শহরের বাকী ইতিহাস।

#মেঘদল আমার প্রিয় একটি ব্যান্ড। তাদের লিরিক্স থেকে ইন্সপাইয়ারড হয়ে লেখা।