নব সংস্করণ - কবিতা




এই অন্ধকার ঘর, চারপাশে ছায়ার শিকার
আমি এখানে পরিপূর্ণ শায়িত, হব না অগ্রসর।
প্রয়োজন এখন আরোগ্য লাভের,
প্রয়োজন এখন মনে রাখবার।

যখনি দূরে চলে গেছ, তখনি দিন লুকিয়েছে রাতের আঁধারে,
যখনি দূরে চলে গেছ, তখনি আলো নিভে অন্ধকারে।
সব কাল হয়ে যায়, আলো নিভে যায়।
দিন চলে যায়, রাত থেকে যায়।

প্রয়োজন এখন তোমার উষ্ণ স্পর্শের,
আয়োজন এখন তোমার জন্য বাঁচার।