নাটক বুঝি নি - কবিতা

নাটক বুঝি নি - মেহেদী মুহাম্মদ 


নাটক দেখি নি,
দেখেছি নকশা আঁকা
খাট-আলমারি ধুলো জমে একাকার হতে।

বন্ধুরা বলে, তুমি বলি হয়েছ-
সমাজের তীক্ষ্ণ ছোরার নিচে।


বিস্বাদ নিয়ে-
আকাশ নীলে মেঘ জমিয়েছি।
তৃষ্ণা কাতর আমি খুঁজেছি-
শহর থেকে শহরে, জনসমুদ্রের গভীরে
এবং নিঃশ্বাসের বিশ্বাসে।

ভেংচি কেটে বিদায় নিতে দেখেছি-
কিন্তু মেনে নিতে পারি নি।
এপাড়া-ওপাড়া, অলি-গলি কিছুই বাদ যায় নি।
বড় বড় অক্ষরে- ভুলে যাওয়ার বিজ্ঞাপন ঝুলিয়ে
এক দৃষ্টিতে, স্মৃতিচারণ করেছি।

নাটক বুঝি নি,
বুঝেছি প্রেম বড়ই বেহায়াপনা।
সখিরা বলে, তুমি ভাল নেই,
আমি বলি, তোমরা নাটক বুঝো না,
বুঝো শুধু, যাতনা।