তোমায় দারুণ মনে পড়ছে - কবিতা

তোমায় দারুণ মনে পড়ছে - কবিতা


ঘুমের ঘোরে - স্বপ্ন বুনন - চাঁদ থেকে নেমে আসা আবছা আলো।
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে - কতশত ট্র্যাফিক সিগন্যাল পেড়িয়ে - তোমায় দারুণ মনে পড়ছে।
ঝড়ো হাওয়া - ছুঁয়ে যায় - হৃদয়ের খুব কাছাকাছি থেমে যাওয়া।


রিক্সা ধরে ক্রিং... ক্রিং - রাস্তায় দাঁড়িয়ে তুমি আইসক্রিম।
পুকুর পার - রাঁজ হাঁসের দল সাঁতরে ওপাড় - তখনও ছিল - দুটো আলাদা হাত।
সারি সারি কৃষ্ণচূড়া গাছ - গ্যাস বেলুন ফুলিয়ে কিশোরের দল দেয় ছুট - এক পথ।


ফুচকার প্লেট - পাশে বসে হাসো - পাপড়ি তুলে রাখো - তোমায় মনে পড়ছে ভীষণ।
অবান্তর কথার ফাঁকে - খুন হয়ে যায় অনুভূতি - সেথায় নিঃশব্দে মরণ।


ঝড় - চলে গেছো? এই তুফান থামবে তোমার উষ্ণ স্পর্শে।
বৃষ্টির অপেক্ষায় - দু'হাত এগিয়ে - থমকে গিয়ে - 'ভাল' হয়নি দূরত্বের ব্যবধানে।
তোমায় দারুণ মনে পড়ছে - অনেক টা এগিয়ে - পিছে ফিরে চেয়ো সাবধানে।