মুগ্ধতা - বাংলা কবিতা

মুগ্ধতা - কবিতা

আমি মুগ্ধ হই যখন-
রাতের আকাশ তারায় ভরে যায়।
আমি আবার মুগ্ধ হই-
যখন সাদা সাদা মেঘ
ধোয়ার মতন উড়ে বেড়ায়।

শুধু মুগ্ধ হতে পারি না-
বিষন্ন চোখ দেখে।
আহত কমল প্রেমের উপসংহারে।
অনিন্দ্য ছুঁতে না পেয়ে,
বিদায়ী বাক্যলাপ থেকে।

মুগ্ধ হয়ে আছো। নতুন অজানা পৃথিবীর ঘোরে।
একি অনিবার্য পরিণতি! দিক পরিবর্তন?
নাকি - একই পথ। দু'জন অচেনা মনের আকুতি?
মুগ্ধতা বড়ই না পাওয়া। যা থাকে না - তাতেই মুগ্ধতা।
স্থবিরতায় মুগ্ধতা নেই।

১৭ জুলাই ২০২০

Photo: Rodion Kutsaev