পাথরের চাদরে স্ব লুকিয়ে রাখো? - কবিতা


হারিয়ে ফেলা সেই গ্রীষ্মের উত্তপ্ত রৌদ্রে,

সরোবরের পাড় ধরে খোঁজা হয় নি।

নিতান্তই অলস দুপুর পার হয়,

কোনো কিছু না ভেবে।

.

হঠাৎ খুজে পায়-

কোথায়?

অতি পরিচিত এক রাস্তায়,

যখন প্রণয়ী-প্রণয়িনী হৃদয় নিংড়ে

কান্না শুনতে পায়।

হাসপাতালের বারান্দা থেকে;

তাদের রাগ-অভিমান উড়ে যেত।

.

এই শহুরে ট্রাফিক ঠেলে তারা ছুটে চলে....

কোথায় যেন তাদের বৈপরীত্য আচরণ।

দুদিকে চোখের ব্যবধান বাড়ে অপরিমেয় কাল…

অসুন্দর; অনিশ্চয়তার দিকে।

.

এই বিপর্যয় হঠাৎ থমকে যায় না।

বহুদিনের সংশয়, বিরোধ আর মুক্তির ব্যাকুলতা-

বেজে যায় পুরানো সুরের মূর্ছনা।


২৪ জানুয়ারি, ২০২৩