ফাঁসি চাই... (সব রাজাকারের)

বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তেমন কিছু বলার নেই... আপনারা সবাই এই ব্যাপারে ভালোই অবগত আছেন। সম্প্রতি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে আমি আজ অংশগ্রহন করেছিলাম। আমার যতটুকু মনে হইলো, শাহাবাগের আন্দোলনের ভবিষ্যৎ অনিশ্চিত। তবে ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণজাগরণ, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর আন্দোলন বই-পুস্তকে পড়ছিলাম। এইখানে অংশগ্রহণ করে সেই আন্দোলনের প্রতিচ্ছবি দেখতে পেলাম। অনেক কথা শুন্তেছি... (রাজনৈতিক প্যাঁচ) জানি না এর
ভিতরে কি আছে??? তবে ...... একটা চাওয়া আছে......... ফাঁসি চাই... (সব রাজাকারের) 

এটার সম্ভাবনাও খুবি নগণ্য। তবে এই আন্দোলনের খুব প্রয়োজন ছিল। ভবিষ্যতের জন্য এক দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে থাকবে।

কিছু শ্লোগান এমন ছিল:

"ক তে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার"
"তোমার আমার ঠিকানা- পদ্মা-মেঘনা-যমুনা"
"ন তে-নিজামী, তুই রাজাকার, তুই রাজাকার"
"গ তে- গোলাম আজম, তুই রাজাকার, তুই রাজাকার"
"স তে সাইদী, তুই রাজাকার, তুই রাজাকার"
"রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও"







৭ ই ফেব্রুয়ারী, ২০১৩