![]() |
সাফল্য |
ধরুন, আপনাকে জিজ্ঞাসা করলাম,
আপনি আপনার সাফল্যে কি অনুভব করছেন? আপনার
জবাবটা কি হবে? অনেকেই বলবেন- আমার
অনুভূতি অনেক ভাল, আমি আরও সাফল্য চাই, আমি এর যোগ্য, আমি আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য
কাজ করছি। আসলে কেন, কেন এই অনুভূতিগুলো এতো
সাধারণ?
কারণ এই পৃথিবীতে অধিকাংশ মানুষ মনে করে সফলতা
খুব ভাল একটি সম্পদ। তারা মনে পোষণ করেই থাকে, সাফল্য হল-
প্রসান্নতা এবং বিরাট অর্জনও বটে। নিশ্চয়, সাফল্যের মধ্যে
এই সকল বিষয় ছাড়াও অনেক কিছুই অন্তর্ভুক্ত থাকে।
এখন
বেক্তিগত একটা প্রশ্ন করেই ফেলি কি বলেন? বলুনতো
সফলতা আসলে কি?
লক্ষ্য করুন, বেক্তিগত
সাফল্য বিভিন্ন অভয়ব এবং আপনার ধারনা থেকে জন্ম নিতে পারে, তবে
আমার মতের বাইরেও হতে পারে। আপনি যদি চান আপনি একজন সফল মানুষ হবেন, তাহলে প্রথম কাজটি হবে আপনার সময় অনুযায়ী সিধান্ত নেয়া- আপনি সফলতাকে
কিভাবে দেখছেন।
এমন কিছু মানুষ রয়েছেন, যাদের সংক্ষিপ্তসার হলো- সফলতার মানেই অনেক অনেক অর্থ উপার্জন করা। এমনকি,
বেক্তিগত অর্থের প্রাচুর্যে সমজে প্রতীয়মান হওয়াটাই সফলতা। অনেকেই
বলে থাকেন সফল বেক্তিরা বেক্তিগত জীবনে বেশ অসুখী হয়ে থাকে।
সফলতা
সম্পর্কে আপনার বেক্তিগত মতামত কি?
আপনার বেক্তিগত ধারণায় সফলতা আপনি নিজেই হতে
পারেন। লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে অর্জন পর্যন্ত বেশ মর্মার্থ হয়ে থাকতে
পারে। আপনার চেতনায় এটাই হয়তো সফলতা। যদি আপনি সফলতা অর্জন করেন এবং তা যদি
আপনার সন্তুষ্টির কারণ হয়, তাহলে আমি আপনাকে উৎসাহিত করব
আপনার বেক্তিগত সফলতার সংজ্ঞাটি লিখে ফেলুন। নির্দিষ্ট করুন আপনার জীবনের প্রতিটি
ধাপগুলোকে। চিহ্নিত করুন আর্থিকভাবে এবং মানসিকভাবে। কি ধরনের প্রভাব ঘটাচ্ছে আপনার
সম্পর্কের মাঝে তাও নিশ্চিত করুন। কিভাবে আপনার সময়, অর্থ,
শক্তি সামর্থ্য ব্যয় করবেন ও কাদের নিয়ে করবেন তাও ঠিক করে নিন।
হয়তো এইটাই হতে পারে আপনার সফলতা অনুভব করার
উত্তম উপায়। আপনার জন্য শুভ কামনা থাকলো। ভালো থাকবেন।
৭ই এপ্রিল, ২০১৩
রাতঃ ১১:১৫