
সত্য আমন্ত্রণ
লিখিত অভিমান, হারিয়ে গেল তোমার হাসিতে,
রহস্য অভিনয়, বুঝিয়ে দিল আমার অস্তিত্বে।
শুন্য থেকে পাওয়া, শূন্যে উড়ে যাওয়া।
অলিখিত অনুভূতি, জড়িয়ে তোমার চাদরে,
বিস্তৃত ভালবাসার আদরে।
ধন্য আমি তোমায় পেয়ে, বন্য তুমি
আমায় হারিয়ে।
নিহত স্মৃতি ঝুলে থাকে নিষিদ্ধ দেয়ালে,
অন্ধকার ডুবে থাকে অন্য আলোতে।
নিদ্রাহীন অপলক দুচোখে ফিরে আসে মিথ্যে প্রহসন।
নিষ্প্রাণ অচল দুহাত বাড়িয়ে সত্য আমন্ত্রণ।
মেহেদী হাসান ২৪/০৫/১২