চক্র - কবিতা



আদিম শিষ্টতা বিক্রয়ী মহাজন
অসাড় কারাবন্দী জনসাধারণ।
লুণ্ঠন প্রস্তাবনা দংশের অন্ত
প্রভুত্ব রাজ্য ধ্বংসের যোগ্য।

অবাধ্য যুবক দুশ্চরিত্রে মত্ত
লোহিত রক্তাক্ত প্রাসাদ ভঙ্গ।

ছন্দকাব্যের জটিলতা প্রত্যাহার
পুনরুদ্ধার প্রতিবিম্বের সমাহার।
মুমূর্ষু সমাজের মৃত্যুযাত্রা
পিচাশ নর নারীর আকাশযাত্রা।

সবুজ ধরিত্রী আজ ধ্বংসের স্তূপ
অপেক্ষা স্থায়ী আজ মৃত্যুর মুখ।

০৯/০৬/২০১৩

পরিশিষ্টঃ ক্ষমতাশীল নেতা কিংবা নেত্রীরা তাদের ক্ষমতা চক্রের মতো চালনা করে থাকে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মত পোষণ করে, তাদের হাতেই একটি ফুলের মতো দেশের প্রান গচ্ছিত থাকে। ক্ষমতার লিপ্সা নিজেদের রক্ত কণিকার সাথে মিশ্রণ থাকে। নিজেদের সম্পদ, ক্ষমতার প্রাচুর্য, শৃঙ্গের সিংহাসনে বসে দেশ অধঃপতনের নীল নকশা আঁকতে বেস্ত সময় পার করেন। দেশ ও দেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ তাদের চক্রের বাইরে থাকে।