ওগো, আসলে না কেন? - কবিতা


আমি:
ওগো,
আজ যে তোমার আসার কথা, আসলে না কেন?
মন যে তাই উরে গেল, বুঝলে না কেন? 

মন পরে থাকে তোমায় দেখবে বলে,
স্পর্শ করে নিঃশ্বাস নিবো বলে।

ওগো,
আসলে না কেন?


দিনে দিনে উন্মাদ হয়েছে, বুঝোনা কেন?
আকাশ কুসুম এ ভাত নেই, কেউ বলে না কেন?

যাকে দেখবে সে যে অন্যের কোলে
মাথা রেখেছে, স্বপ্ন দেখবে বলে

এখনও
তার আশা ছাড়লে না কেন?


আমি:
ভিতর ভিতর পুড়ছে যত, ছরিয়ে পরছে যত্রতত্র
বুঝলে না, ওগো বুঝলে না।

বুঝবে ঠিকই একদিন, থাকবো না আমি সেইদিন।


এটা আমার ফেবু স্ট্যাটাস থেকে সংগৃহীতঃ আমি ও আমার বন্ধু তুহিন