ভাব'না একবার

ভাব'না একবার


ভাব'না একবার, ভালবাসবো বারবার।
ফিরে চাও বারবার, দেখবো একবার।

চলনা যাই, ডালপুরি খাই।
মুখ ভরা বুদ্ধি, হল না শুদ্ধি।

চোখে নাই ক্ষুধা, ঝালমুড়ি দিবা?
ছাগলের দাড়ি, নিয়ে নাও আড়ি।

ভেটকি মাছের মাথা, দিয়ো না কথা।
এতো বেশি ভাব, আর বাড়িও না তাপ।

ভাললাগে লিচু, খাও তুমি কচু।
টাকা ভরা পকেট, খেলো তুমি রেকেট।

হাতে তোমার আলো, মন বড় কালো।
ভাব'না একবার, গাধী তুমি বারবার।

২৫শে আগস্ট, ২০১৩