রক্ত-জবার ইতিবৃত্ত


জানালাটা খুললে, দৃষ্টি চলে যায়,
যেখানে একটি রক্ত-জবা ফুল গাছ।
সাজিয়েছে নিজেকে রক্তাক্ত ফুলের সমাহার নিয়ে-

বিলিয়ে দেয় তাঁর সৌন্দর্য লোভাতুর তৃষ্ণার অভিপ্রায়ে,
যখন তৃষ্ণার পরে ক্লান্তির পথে পা বাড়ায়,
তখনি নির্লিপ্ত গাছটি বার্ধক্যের আড়ালে নিজেকে গুঁটিয়ে নেয়,
বেদনাগুলো ফুলে-ফেপে উঠে।

হায়! তাঁর সৌন্দর্য কোথায়?
তা আজ ক্ষণে ক্ষণে মনে পড়ে।
অসহায়! তাঁর ইতিহাস ছড়িয়েছে-
প্রতিটি গাছের শিকড় থেকে শিকড়ে।