![]() |
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি |
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ আছে মৌচাক, কাল কেন নেই?
আজ আছে মাছির দল, কাল কেন নেই বল?
উরে উরে গেল চলে মাছির দলবল।
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ আমি হলে ভাল, কাল কেন কালো?
আজ আমি বাহবাহ, কাল কেন ছি ছি?
সুরে সুরে বুনে দিলি কলঙ্কেরই বিচি।
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ আমি সুখি মানুষ, কাল কেন দুঃখী ফানুস?
আজ আমি দুষ্ট যেমন, কাল কেন মৌন ক্ষরণ?
বানে বানে ধুয়ে গেল আমার কাঁদন।
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ আমি হেঁটে বেড়াই, কাল কেন প্লেনে উঠি?
আজ আমি সত্য পথে, কাল কেন মিথ্যে রথে?
ভেবে ভেবে মুছে গেল আমার স্মৃতি।
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ যারা বেশ কাছে, কাল কেন দূরে?
আজ যারা খুব আপন, কাল কেন পর?
দূরে দূরে বহুদূরে আপন আর পর।
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ তুমি হাস ভীষণ, কাল কেন কাঁদো স্মরণ?
আজ তুমি রাজরানী, কাল কেন চাকরানী?
ধীরে ধীরে বুড়ি হল চাঁদের বুড়ি।
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ তুমি সহজ-সরল, কাল কেন বেশ গরল?
আজ তুমি মিষ্টি-চিনি, কাল কেন ঝাল-চিলি?
কালে কালে বদলে গেলো তোমার চলন।
হায় পৃথিবী! আর কিবা দেখার বাকি?
আজ তুমি অপ্সরী, কাল কেন রাক্ষসী?
আজ তুমি ধর শশী, কাল কেন গলায় ফাঁসি?
জীবন-যৌবন সবি গেল, ঝুলে থাকে দড়ি।