বাঁচা মরার লড়াই



সমাহিত আবেগ গুমরে উঠে আত্ম-চিৎকারে
বিবেকের জালে আটকে থাকে বিক্ষিপ্ত অধিকার।
ভেজা মাটি গন্ধ ছড়ায় "বাঁচা মরার লড়াই"

এসো যোদ্ধা আরেকটি বার সৈনিক জীবনে,
অস্তিত্ব নিংড়ে জেগে উঠ আরেকটি বার। 
ঘৃণাকে কর জয়, ব্যর্থতা আর নয়।
এবার বাঁচার অধিকার, বাঁচাও মাটি'কে

এসো যোদ্ধা আবার একটি সংঘবদ্ধ হই।
নিশানা থাকুক শত্রু'র বুক, ছিঁড়ে ফেলুক হৃদপিণ্ড,
শকুনে স্বাদ নিবে শত্রু'র পচা লাশ, "ধ্বংস পশু"

অনাগত শিশু জন্ম নিবে বিজয়ের হাসি হেসে,
পবিত্র মাটি'র বুকে  সূর্যের  আলো পড়বে আবেসে।
হেসে খেলে উল্লাসিত তোমার শিশু, তোমার অবয়ব,
স্মরণ করবে, এক বলিষ্ঠ যোদ্ধা'র উত্তরাধিকার হিসেবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩