![]() |
অসম |
হে অর্থ পাহাড়ের মালিকেরা
তোমাদের পাহাড় কতোটুকু উঁচু?
তা কি তোমারা জানো?
তোমাদের পাহাড়ে কী আছে?
তোমরা তোমাদের পাহাড়কে
অঢেল সুখের সম্পদ দিয়ে সাজাতে চাও।
তোমাদের পাহাড় থেকে কি
সুখ ঝর্ণায় পানি ঝড়ে?
দুঃখ বৃষ্টিতে উষ্ণতা ভিজে?
হে অর্থ পাহাড়ের মালিনীরা,
তোমাদের পাহাড় থেকে কী দেখা যায়?
শুধুই কি সুখের রেখায় দৃষ্টিপাত কর?
নাকি দুঃখ লুকিয়ে হাসির রেখা মুখে টানো?
তোমাদের কি নদ আছে? আছে কি সাগর?
নদীর বুকে বয়ে চলে কি নৌকা?
নাকি এক ফোঁটা বিশুদ্ধ জলও নেই।
শিশুরা কাঁদে না তোমাদের উঠনে।
তাদের হাতে থাকে না ঝুনঝুনি।
তাদের কানে পোঁছায় না
রুপকথার পরীর গল্প।
তোমাদের ভালোবাসা কতোটুকু শক্ত?
নাকি রাতের আঁধারে ভালোবাসা
মিলিয়ে অন্য কোথাও চলে যায়।
নাকি নিঃশেষের পথে-গড়িয়ে পড়ে?
তোমাদের মিথ্যেগুলোও কি সত্যর মতোই
জটিল আর ভয়ানক?
তোমাদের পাপগুলোও কি অর্থের পাহাড়ে
চাপা পড়ে পুণ্যের পথে পদচারণ করে?
তোমাদের দাঁড়িপাল্লায় কি দুখী মানুষের
রক্ত-মাংসের পরিমাপ করতে পারে?
তোমাদের বসতবাড়িতে কি পাখিরা
মনের সুখে বাসা বেঁধে গান গায়?
নাকি বৃহৎ অট্টালিকায় তার কোন স্থান নেই।
নাকি তাদের অশোভন আচরণ
তোমার সৌন্দর্য নষ্ট করবে?
তোমাদের পংখিরাজ ঘোড়ায়
হীরক মানুষেরা চড়ে।
তোমাদের মনের গহীনে
নষ্ট মনের মানুষেরা বাসা করে।
তাদের কৃতকর্ম উচ্চ স্থানে
প্রচার করাও তোমাদের
আদিম বাসনা হয়ে থাকে।
তোমাদের প্রেম মানে না
অসম প্রেমের উদাহরণ,
তোমাদের মন জাগে না
বিয়োগ বেদনার শিহরণ।
তোমাদের সম্পর্ক চাওয়া-পাওয়ার
মধ্যেই সীমাবদ্ধ,
নাকি মুক্ত চিন্তা তোমাদের বোয়ামে
থাকে আবদ্ধ?