বৃষ্টির মাসে

দারুণ বৃষ্টির মাসে, বৃষ্টির খুশি কে দেখে?
দুচোখের গভীরে দৃষ্টিত হয় আনন্দ মেখে।

যদি খেলার সাথী লুকিয়ে থাকে,
খুঁজে পাবে এক নিমেষেই এই বৃষ্টির মাঝে
যদি সময়গুলো হারিয়ে থাকে,
স্থির হয়ে এক মুহূর্ত অনুভব করো বৃষ্টির সাথে।

বৃষ্টির কোন সুখ নেই, আছে দুঃখ ভরা কান্না,
বৃষ্টির বেদনাকে আলিঙ্গন করি নির্লজ্জ আমারা।

একদিকে সুখ, আর অন্যদিকে বেদনা,

কথাগুলো গান হয়, কবি লেখে কবিতা।