অত্যাচারিত মনের মনঃ উপলব্ধি

একটি বুলেটের আঘাত চাই
সেই পাষণ্ড মূর্তিকে ঘায়েল করবে-
যারা সীমানায় রয়ে গেছে
হাজার বছরের পুরনো
গল্পের শোষিত সমাজ।

একটি ছোরার আঘাত চাই
সেই পথভ্রষ্ট বালকের মনে-
যার মুখে স্পষ্ট ফুটে উঠেছিল
মানবতার বিরুদ্ধ, রক্তক্ষয়ী-
জিঘাংসার অতি প্রলোভন।

একটি সুন্দর মন চাই
সেই মায়ের গর্ভে ধারণা ছিল,
যার জীবন-প্রাণ বিলিয়ে
মানুষকে করেছিল স্বাধীন,
এক বলিষ্ঠ যোদ্ধা, একজন লড়াকু সৈনিক!