আঁধার ও প্রভাত


আলো থেকে সরে একটু দূরে
অন্ধকারে আড়াল করে,
অধিকাংশ চোখ-জোড়া নিভে যায়,
অনুভূতির দেয়ালে শিকড় গজায়।

যখন চিন্তায় থাকো, ভাবনায় ঘুরে বেড়াও,
তখনও আলোটা সেই অন্ধকারকেই আশ্রয় দেয়।

কিছুটা নীরব চাপা-
থাকা গল্পের মাঝে,
পুরনো দিনের একরাশ অভিমান এসে জমে।

হঠাৎ আলোটা পরে চোখে,
চড়ুই পাখির দল কিচিরমিচির ডাকে।