ফুসফুস
আমার প্রতিটি কোষ, প্রতিটি বায়ু-থলীতে নিকোটিন।
আমার তো এমন হবার কথা নয়!
বায়ুনালীর দ্বারা প্রাণবন্ত শ্বাস নেই।
আমি কি জীবন্ত নাকি ৩৪ বছর আগেই গত হয়েছি?
৫৭টি ক্ষতিকারক রাসায়নিক উপাদান,
তার মধ্যে একটি নিকোটিন।
আর কি লাগে আমার মৃত্যুর কারণ হবার জন্য?
আমি পুড়ছি স্নায়ুবিষের ধোঁয়ায়।