চলেন-
মোরা এক কাপ বিষ পান করি
বাতি ধরিয়ে রাস্তায় পথযাত্রায় নামি,
হাজারো গোলযোগ তৈরি করি
তেল মাখিয়ে আগুনে পুড়ি।
মোরা এক কাপ বিষ পান করি
বাতি ধরিয়ে রাস্তায় পথযাত্রায় নামি,
হাজারো গোলযোগ তৈরি করি
তেল মাখিয়ে আগুনে পুড়ি।
চলেন-
মোরা দুই হাতে মোনাজাত করি
আগরবাতি জ্বালিয়ে ধ্যানে বসি,
ক্ষুদ্র ক্ষুদ্র পাপ মোচন করি
প্রবিত্র জলে মন ডুবি।
মোরা দুই হাতে মোনাজাত করি
আগরবাতি জ্বালিয়ে ধ্যানে বসি,
ক্ষুদ্র ক্ষুদ্র পাপ মোচন করি
প্রবিত্র জলে মন ডুবি।