শব্দ কিনি নি!


যখন আওয়াজ উঠে সমুদ্রে
রাতের পর রাত কেটে যায়-
নীরবতার মৃত্যু ঘটে নীরবে।

অদূরে কিছু শব্দ ভেসে আসে
তাঁরা আর্তনাদ করে জানায়-
তাদের ব্যর্থতার শ্লোক।

শব্দ কিনি নি!
দেবতারা উপহার দিবে-
এই ভেবে কতো সময়
শুনেছি কান পেতে।

মৃত্তিকায় লেগে আছে সোনালী শব্দ
তবুও কিছুটা অস্পষ্ট!
শব্দ কিনি নি!
এ উপহার নয়, এ অর্জিত সম্মান।