ছড়া ০৮

দীঘির জলে নামছে মন
উড়ছে পাখির ডানায়,
ছিন্ন করে হারিয়ে যাই
দিগন্ত রেখায়।