সুখের কান্না

মন- চাচ্ছিল ছুঁয়ে দেই তোমার কমলময় দুটি হাত,
ভাবনায়- থাকুক, সাজানো ভালবাসার প্রথম স্পর্শ।
হয়তো কোন একদিন আলতো করে ছুঁয়ে দেবো,
তোমার মেহেদি রাঙ্গা দুটি হাত।
সাথে থাকবে ভালবাসার উষ্ণ পরশ,
সুখ হবে তোমার একমাত্র শেষ আশ্রয়স্থল,
পুরস্কৃত করবো তোমায় সুখের কান্না দিয়ে।