ছড়া #১২

আমি আকাশ দেখতে গিয়েছিলাম,
মেঘের দেশে টিকেট কেটেছিলাম,
রংধনুর সাত রঙকে করেছিলাম গাঢ়,
ঝর্নার জলে তোমায় করেছিলাম জরো।