কেউ নেই কোথাও!
আদিম মানুষের আত্মার আকুতি
বেদনায় সিক্ত রঙ্গিন ঘুড়ির মতোই,
হাজার মাইল দূর থেকে কেঁদে উঠে
হাতের রেখার যা ছিল তাও হল না পাওয়া।
কেউ নেই কোথাও!
কপালে আটটি রেখার ছাপ
মুছে যায় সদ্য-পুরনো পাপ,
কোটি কোটি প্রাণের বিনিময়ে-
ঘুরে ভাগ্যের চাকা,
আকাশপটে দেহ ছড়িয়ে
সৃষ্ট হাসিতে দৃষ্টি করে বাঁকা।
আদিম মানুষের আত্মার আকুতি
বেদনায় সিক্ত রঙ্গিন ঘুড়ির মতোই,
হাজার মাইল দূর থেকে কেঁদে উঠে
হাতের রেখার যা ছিল তাও হল না পাওয়া।
কেউ নেই কোথাও!
কপালে আটটি রেখার ছাপ
মুছে যায় সদ্য-পুরনো পাপ,
কোটি কোটি প্রাণের বিনিময়ে-
ঘুরে ভাগ্যের চাকা,
আকাশপটে দেহ ছড়িয়ে
সৃষ্ট হাসিতে দৃষ্টি করে বাঁকা।