বেকার বনে যাই



আমি বেকার হয়ে থাকি,
আমার নেই কোন কাজের ঠিকানা।
কতো কথা শুনে শুনে নিজেরে হারাই

সবাই বলে অকর্মের ঢেঁকি,
নেই কোন কাজের সন্ধান,
আমি বেকার হয়ে থাকি।

খাই-দাই বাপের হোটেলে,
ঘুমাই মায়ের কোলে,
আমি বেকার হয়ে বাঁচি।

আমার সকাল-রাত যায় ঘুমিয়ে
দুপুর যায় হেঁটে হেঁটে,
বিকালের পর আড্ডাবাজি,
মাঝে মাঝে খাই ডিগবাজি।

আমার উস্কো-খুস্কো চুল,
নাই তেল, নাই জেল।
আমার রংচটা জিন্স প্যান্ট,
বোতাম ছাড়া এক নীল শার্ট।

আমি বেকার থেকে যাই,
বিজ্ঞাপনের ভিড়ে, অভিজ্ঞতা নেই বলে,
আমি বেকার বনে যাই।