স্বভাব বিনির্মাণ করতে কী কী করনীয়?



রক্তচোষা প্রাণী অথবা বস্তু থেকে বহুদূরে থাকুন,
দৌড়ের উপড়ে থাকুন। মাঝে মাঝে ঝাপ-টাপ দিয়েন,
খালি কলসি বাজাতে পারেন-
মধুর সুর তুলে মৌমাছিকে আকৃষ্ট করতে পারবেন।
অযথা যেখানে-সেখানে কথা বলবেন না,
প্রয়োজনীয় কথা লিখে লিখে প্রকাশ করবেন।

রমণীদের প্রতি আপনার আকর্ষণ এমনতেই কম নেই,
শুধু মাঝে মাঝে খালাম্মা বলে সম্বোধন করবেন, এই আর কী!
বিস্তারিত শুনে, সংক্ষেপে কথা চালিয়ে-যাবেন।
তবে মনে রাখা জরুরী, বেশী সংক্ষেপ করে ফেলবেন না।

ভদ্রদের সাথে উদ্ভট আচরণ করে,
নিজেকে বিখ্যাত করার বাহানা করবেন না,
এতে তাদের মনের কষ্ট এবং আপনার মনের হিংসা দুটো মিলে,
খাওয়ার অযোগ্য- নুন ছাড়া লেটকা খিচুড়ি রান্না হয়ে যাবে।