শান্তির খোঁজে

শান্তির খোঁজে

একদিন ভয় এসে বাস করে-
মানব দেহের অন্তরালে,
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে কিছু বেদনা,
মুছে ফেলা যায় না, কোনোভাবে!

সাপুড়ে বীণ বাজিয়ে চলে-
নিয়ে যায় সর্পের আস্তানায়,
অপেক্ষায় থাকে দিন থেকে রাত।
ভূমির যতো ওজন-
রয়েছে চেপে আমার চিন্তায়।

একদিন আলো আসবে জেনে-
থেমে যায় আঁধার অথবা কালো, জেনে যায়।
মাতালেরা যেভাবে হেঁটে চলে-
প্রকৃতির খুব কাছাকাছি, চলে যায়।
রাজ্যের প্রজারা নত হয়ে,
কুর্ণিশ করে বিবেকের দরজায়।

ছেড়ে দাও-
শিশুকে ভয় নয়,
আদর দিয়ে ভরিয়ে দাও,
তাকে জেগে তোলো, ভোর হতে না
হতেই বেড়িয়ে যাও-
তোমাদের শান্তির খোঁজে।