২৪ এ সমস্যা?



আপনাদের হয়তো অনেকেরই অনেক বিষয়েই ভয় অনুভূত হয়। ভয়ের বিষয়গুলো ভয়ংকর হয় বলেই ভয় পাওয়াটা স্বাভাবিক। অর্থাৎ যখন স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিকভাবে আমাদের সামনে আসে তখন ভয় পেতেই হয়। ভয় থেকেই বোধহয় ভূত-প্রেতএর জন্ম। এই সকল অশরীরী ব্যাপার ছাড়াও অনন্যা বিষয় নিয়েও আমাদের মধ্যে ভীতি দেখা যায়।

আমার এক বন্ধু আছে- যার ২৪ সংখ্যাতে ভীষণরকমের ভীতি রয়েছে। কিছু নমুনা দেয়া যেতে পারে। যেমনঃ ঘড়িতে সময় দেখল সন্ধ্যা ৭:২৪ বাজে। এই দেখে তার মন ভয়ে ১২+১২=২৪ টা বেজে যায়। অথবা দোকান থেকে কিছু কিনার পর যখন দোকানি মামা বলে, “২৪ টাকা হইছে।তখন তার হাত-পা কাপাকাপির সাথে সাথে বুক ধড়ফড় করে উঠে। কারও মোবাইল নাম্বারের শেষে যদি ২৪ থাকে, তাহলে তাকে দিনের ২৪ ঘণ্টার মধ্যে ফোন দিবে না। রাস্তা-ঘাটে হাটা চলার মাঝে যদি ২৪ সংখ্যাটা চোখে পরে, তাৎক্ষণিক সে কাছে থাকা দোকান থেকে এক গ্লাস পানি খেয়ে নিবে। ২৪ তারিখে যদি কোন পরীক্ষার ডেট পরে, সে পরীক্ষা না দিয়ে সারাদিন ঘুরে বেড়াবে।

তার জীবনের কালো অধ্যায়ের নাম- ২৪। তবে মজার ব্যাপার হল- এই ২৪ ই তার জীবনে কিছু কিছু সুন্দর মুহূর্ত দিয়ে গেছে এবং যাচ্ছে।


১. তার প্রথম চাকরী পাওয়ার ইন্টারভিউের ডেট কিন্তু ২৪ তারিখ।
২. প্রথম প্রেম ছুটে গিয়ে আবার কিছু বছর পর ২৪ তারিখেই ফিরে এসেছে।
৩. ২৪ তারিখে নতুন একটা মোবাইল ফোন গিফট পায়। ফোনে সিম ইন্সার্ট করে অন করে দেখে টাইম ৯ টা ২৪।
৪. ঘুম থেকে উঠে যখন প্রিয়ার এসএমএস পায়। সেখানেইও সকাল ৮ টা ২৪।