ভালোবাসার দণ্ড - কবিতা


ভালোবাসার অপরাধে কারাগারে গিয়েছিলাম,
আজীবন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে।
ভেবেছিলাম মৃত্যু অবধি- কিন্তু,
এ কেমন আইন-আদালত?
আমায় মুক্তি দিল, ছিন্ন করে সব সম্পর্ক,
হৃদয়হীনা এক গভীর গহ্বরে।

কাঠগড়ায় দাঁড়িয়ে কতো কাকুতি-মিনতি!
বলেছিলাম-'আমি কারাগারেই ভাল আছি'।

কে শুনে কার কথা!
রায় দিল, একি নির্মম পরিহাস!
আমি মুক্ত আজ, আমার বিচরণ অবাধ,
নিষ্ঠুর সত্য-
ভালোবাসার অপরাধে আজ দণ্ডিত আমি।