মুহূর্তের উদাসীনতা অথবা অবান্তর মনোযোগ

এমন অনেক সময় চলে আসে, যখন উদাস হয়ে ভাবনায় ডুবে থাকি। আপনার নিজের কাছে নিজেকে অপরিচিত মনে হতে পারে। জীবনের অনেক স্মৃতি এবং ভবিষ্যৎ কল্পনায় ডুবে যাওয়া- মানুষের চিন্তার খোরাক জমায়। এমন চিন্তা-ভাবনা প্রতিটি মানব জীবনে ঘটে। অনেকের বেশি আবার অনেকের কিছুটা কম। স্বাভাবিকভাবেই এমন মনোভাবের ঘোরে বিচরণ করে থাকি আমরা।

গত বেশ কিছুদিন আগে - বাইরের কাজ শেষে ফিরছিলাম। হেঁটে হেঁটে যখন কিছুটা ক্লান্ত অনুভব করছিলাম, তখন প্রকৃতির খুব কাছাকাছি নিজেকে নিয়ে যেতে ইচ্ছে হল।
একটি কাঠের বেঞ্চে বসে আছি। সামনে ধাবমান নদী। ঢেউ তরঙ্গে সুর তুলে ছুটছে। অনেক দূর যেতে হবে এমন। তবে খুব তাড়াহুড়ো নেই। ঢেউ যেন শান্ত হতে চায়। কিছুটা নীরব হতে চায়। অনেক চলেছে - ক্লান্ত হয়ে পরেছে। পিছনের ইতিহাস নিয়ে ভাবতে চায়। তার উৎপত্তি স্থল থেকে বর্তমান পর্যন্ত - অনেক স্মৃতি জমে আছে। চলমান ঢেউ দেখে কেউ হয়তো আনন্দ পেয়েছে। কেউ হয়তো চোখের জল মিশিয়েছে। আবার কেউ হয়তো স্বাগত জানিয়ে তাকে আলিঙ্গন করেছে। অথবা কেউ ঢেউয়ের উদ্দামতা দেখে মনে ভয় পুষেছে।

আবার কিছুটা থেমে ঢেউ বয়ে চলতে চায় ভবিষ্যতের দিকে। তার ভাবনায় থাকে - কোথায় যাবে? কোথায় হারাবে? নাকি চিরকালের জন্য থেমে যাবে?

চোখ জোড়া খুলে; বেঞ্চ থেকে উঠে - নদীর ঢেউগুলোকে বিদায় দিলাম।