অনুভূতিহীন জড় দেহ আমার

অনুভূতিহীন জড় দেহ আমার

সবই যাই চলে রয় না কিছুই, থেকে যায় স্মৃতি আর কল্পনা
যতই চাই মুক্তি হয় না কিছু্‌ই, থেকে যায় কান্না আর বেথা।।

কত কথা মনে পরে, কত স্মৃতি, কত ভাল, কত বাসা
সবই বের্থ, আমার হৃদয়টা ক্ষুধার্ত।।

না পাওয়ার বেদনাই সুখ দিলাম বিসর্জনে,
এ সবকিছুর মুক্তির আসায়, করলাম জীবন ছাই।

ইচ্ছে করে সময়টা ধরে রাখতে,
যা ঘটে তা নিয়তই ঘটাই।

এ এক কাল অনুভূতিহীন জড় দেহ আমার।