অবচেতন মনও মানুষের ইচ্ছাটাকে পুরন করে

৯ ই ফেব্রুয়ারী, ২০১৩
রাত- ১০:৩০ মিনিট

আজকে ঠিক দুপুরে হঠাৎ জিলাপি খাইতে ইচ্ছা করলো... কিন্তু ওই সময় চিন্তাও করি নাই আজকে জিলাপি আমার পেটে যাইব... বিকালে বাজারে গেলাম কেম্নে কেম্নে জানি জিলাপির দোকানের সামনে যাইয়া... জিলাপির কথা মনে পইরা গেলো... অতঃপর জিলাপির স্বাদ নিলাম...। (জিলাপির কথা কিন্তু ভুইলাই গেছিলাম) লুলাক্স... :D :D :D

সারমর্ম: অনেক সময় অবচেতন মনও মানুষের ইচ্ছাটাকে পুরন করে থাকে।