![]() |
ফুটো আশা, ঘন কুয়াশা |
রোজকার
নিয়ম ভাঙ্গেনা এই মন,
অলিগলি ঘুরে, বাস স্টপ জুড়ে,
বাড়ছে কালো ধোঁয়া।
ফুটো আশা, ঘন কুয়াশা।
ঘুরছে ইঞ্জিন চাকা।
থমকে থাকি, কর্মস্থলে ফাকি।
খুঁজতে থাকি ছলচাতুরি।
ইচ্ছে করে নিময়ের বাইরে ছুটে চলি একটুক্ষণ,
ফিরে পেতে সময় কিছুক্ষণ।
ইচ্ছে করে আঁধার পেড়িয়ে ছুঁয়ে দেই আলোর ডানা,
ফিরে পেতে কৈশোরের দুরন্তপনা।
বাঁধা সময়, ঘুরে দাড়ায়,
বাড়ছে মনে যন্ত্রের তাপ।
বিষণ্ণ দিন শেষে ক্লান্ত দেহমন,
ফিরতি পথে, উদাস ক্ষণে,
তপ্ত হৃদয় ভিজে যায় শহুরে জনস্রোতে।
(লিরিকের জন্য লিখেছিলাম)
পটভূমি:
জনাব সাল্টু মিয়া বেশ ভালো চাকরি করেন। তার অর্থনৈতিক চাকা ঊর্ধ্বমুখী। প্রকাণ্ড
শান্তির হাড়ি মিল্লেও, নিজের মনে ভালোলাগার
অনুভূতি ক্রমশ নিন্মমুখী। তার নিন্মমুখী মনের সুপ্ত বাসনা টেনে আনার বাহানা করলাম।
তারিখ:
১৪ই আগস্ট, ২০১৩
তারিখ:
১৪ই আগস্ট, ২০১৩