বিষের
সাথে কারো সাক্ষাৎ হয়েছে?
তবে
একটি প্রেম (অবশ্যই ছেঁকা খাবার জন্য) করো।
নদীতে
রমণীর হাত দেখেছো?
যদি
না দেখে থাকো,
তাহলে
একটি ছেঁকা (প্রেমের ছেঁকা) খাও।
এইটি
তোমার ভালোবাসাকে আরও গাঢ় করে তুলবে,
হজম
হলেই তোমায় আরও নিখুঁত, সচ্ছ প্রেম-প্রাণ দিবে।
জাহাজের
প্রেতাত্মারা তোমার জন্য নয়,
তোমার
জন্য রয়েছে এক সাগরের মৎস্যকন্যা।
হাজার
বছরের পুরনো নয়! এ এক নব প্রেম!
যার
জন্য অনন্তকাল ধরে অপেক্ষায় ছিল, এ শুধুই আমি!